মানবিক প্রকল্পে গতি আনতে রোটারি সেন্ট্রালের অঙ্গীকার


চট্টগ্রামে মানবিক প্রকল্পগুলোতে আরও গতি আনার অঙ্গীকার নিয়ে রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একজন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা শিক্ষাবৃত্তি এবং একজন প্রান্তিক সবজি বিক্রেতাকে ডিজিটাল স্কেল প্রদান করা হয়।

গত ৯ আগস্ট শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে ক্লাবের ২০২৫-২৬ রোটারি বছরের দ্বিতীয় এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও সাবেক রোটারি গভর্নর প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী এবং সাবেক রোটারি গভর্নর খাইরুল আলম।

সভায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব ঢাকা সিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. কামরুজ্জামান খান টিপু ও সাবেক সভাপতি মো. আসিফ ইকবাল আলী। বক্তারা ক্লাবের মানবিক প্রকল্পগুলোর প্রশংসা করেন এবং সদস্য সংখ্যা বাড়িয়ে কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রান্তিক সবজি বিক্রেতা শেফালী বেগমকে একটি ডিজিটাল স্কেল প্রদান করা হয়।

সভায় বিভিন্ন রোটারি ক্লাবের সদস্য ও নেতারা উপস্থিত ছিলেন এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।