আলীকদমে বিএনপির শোডাউন, সম্প্রীতির ডাক


পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের বিএনপিতে কোনো ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা।

বৃহস্পতিবার বিকেলে আলীকদমে দলটির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি এ কথা বলেন, যা পাহাড়ি-বাঙালির মিলনমেলায় পরিণত হয় বলে আয়োজকরা দাবি করেছেন।

সাবেক এই পৌর মেয়র বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হচ্ছে বান্দরবান। এই অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠী এবং তাদের ঐতিহ্য ও সংস্কৃতি বাংলাদেশের সম্পদ। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।” তিনি সুযোগসন্ধানী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনার কথাও স্মরণ করিয়ে দেন।

এর আগে উপজেলার চারটি ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে জাবেদ রেজার নেতৃত্বে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলীকদম বাজারে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাশুক আহমেদ, বিএনপি নেতা সেলিম রেজা, আইয়ুব খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, আব্দুল হামিদ, মো. মনসুর আলম এবং জয়নাল আবেদীন।