খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাঙ্গুনিয়ায় দোয়া


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নের একটি মসজিদে ‘শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ’-এর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হাসানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মো. আলমগীর হাসানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম খোকন, উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি ও উত্তর জেলা জিসাসের যুগ্ম সম্পাদক এম. মতিন, মো. রোকন, মো. মালেক শাহ, সিরাজুল ইসলাম, নুরুল আলম, আইয়ুব খান, দিদারুল আলম ও মো. আহাদ।

অনুষ্ঠানে স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাওলানা মজিবুর রহমানের পরিচালনায় দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।