‘ছাত্রশিবির রাজনৈতিক সংগঠন নয়, শিক্ষা প্রতিষ্ঠান’


‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান’—চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার সকালে উপজেলা পৌর অডিটোরিয়ামে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা বলেন, রাজনৈতিক দমন-পীড়নের কারণে দীর্ঘদিন পর ‘মুক্ত পরিবেশে’ এই আয়োজন করতে পারায় তারা আনন্দিত। তারা আরও দাবি করেন, ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে শিক্ষার্থীরা ভদ্র ও শিষ্টাচারসম্পন্ন মানুষে পরিণত হয়।

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাঈদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা হাসান মুরাদ, উপজেলা সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন এবং সহকারী সেক্রেটারি মাওলানা শাহ আলমসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিবিরের সাবেক ও বর্তমান নেতারা।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।