
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি ঝুট গুদাম ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানা দুটি পুড়ে গেছে; আগুন ছড়িয়ে পুড়েছে আশপাশের কয়েকটি বসতবাড়িও। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ২টার দিকে বাকলিয়া এক্সেস রোডে আহাদ কনভেনশন হলের পাশের ঝুট গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে পানি সংকট এবং কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান।
তিনি জানান, রাত ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে পুরোপুরি নেভানোর কাজ চলছিল। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
