‘রাজনৈতিক প্রতিহিংসায়’ চাকরিচ্যুতি, ১৮ বছর পর ইসিতে ফিরলেন নজরুল


দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াই শেষে ‘রাজনৈতিক প্রতিহিংসার’ কারণে হারানো চাকরি ফিরে পেয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা নজরুল ইসলাম চৌধুরী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর গত ১২ আগস্ট তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন।

নজরুল ইসলাম চৌধুরী ২০০৫ সালে নির্বাচন কমিশনে সহকারী সচিব হিসেবে যোগ দেন এবং পরে বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন। কিন্তু ২০০৭ সালে তিনিসহ কমিশনের ৮৫ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে তারা আইনি লড়াই শুরু করেন।

চাকরি ফিরে পেয়ে নজরুল ইসলাম চৌধুরী বলেন, “মহান আল্লাহর কাছে শোকরিয়া। অনেক বছর পার হয়ে গেলেও আমরা ন্যায়বিচার পেয়েছি।” তিনি তার মৃত তিন সহকর্মীর কথা স্মরণ করে সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দোয়া কামনা করেন।

নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের মরহুম মাহফুজুর রহমান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর নির্বাচন কমিশনে যোগ দিয়েছিলেন। তার ভাই কামরুল ইসলাম চৌধুরী উত্তরা মোটরস লিমিটেডের এজিএম হিসেবে কর্মরত আছেন।