
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক, সন্ত্রাস ও চুরি-ডাকাতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে পরিচালিত অভিযানে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭২২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩২টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং দুই লাখের বেশি ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।
থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৫৯ জনকে নিয়মিত মামলায় এবং বাকিদের বিভিন্ন আদালত থেকে জারি করা পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে।
এই সময়ে পরিচালিত বিভিন্ন অভিযানে ৩২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে একটি পিস্তল, ২৭টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুটি দেশীয় তৈরি কাটা রাইফেল। এর পাশাপাশি ১৩১ রাউন্ড গুলি ও কার্তুজ এবং ১৬টি রামদা ও ৮টি ছোরাসহ মোট ২৯টি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
মাদকবিরোধী অভিযানেও বড় সাফল্য দেখিয়েছে লোহাগাড়া থানা পুলিশ। এই সময়ে ১৫৩টি মাদক মামলায় ২১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৩৫ লিটারের বেশি চোলাই মদ, ৬ বোতল বিদেশি মদ এবং ১১৭ কেজি গাঁজা।
চুরি-ডাকাতি রোধে পরিচালিত অভিযানেও সাফল্য এসেছে। পুলিশ জানায়, এই সময়ে ১৪২টি হারানো মোবাইল ফোন, ১৪টি চোরাই গরু, ৭টি সিএনজি অটোরিকশা, ৫টি মোটরসাইকেল, ৪ ভরি স্বর্ণ এবং ৩ লাখ ১০ হাজার নগদ টাকাসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “এসব অভিযান এলাকাবাসীর সহযোগিতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও জোরদার করা হবে।”
