চট্টগ্রামে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ সাবেক কেন্দ্রীয় নেতা টিপু দাশ গ্রেপ্তার


‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ। টিপু দাশ গোপাল (৩৫) নামের ওই নেতার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা, সেনাবাহিনীর ওপর এসিড নিক্ষেপ ও রাষ্ট্রদ্রোহসহ অন্তত দশটি মামলা রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, শুক্রবার সন্ধ্যায় নগরীর পাথরঘাটা এলাকার মতিনাবাদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, টিপু দাশ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের ‘পরিচিত ক্যাডার’।

পুলিশ সূত্র জানায়, গত বছরের নভেম্বরে ইসকন সংক্রান্ত উত্তেজনার সময় যৌথ বাহিনীর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি টিপু দাশ। এর আগে অক্টোবরে ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনাতেও তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।

ওসি আবদুল করিম বলেন, টিপু দাশ এসব মামলার এজাহারভুক্ত আসামি এবং তাকে শনিবার আদালতে পাঠানো হবে।