বিএনপি নেতা ফরিদের মৃত্যুতে রাঙ্গুনিয়া বিএনপিতে শোকের ছায়া


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার ও সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে দশটায় তার নিজ গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হবে।