
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ছয়টি সরকারি-বেসরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গত ১৫ অগাস্ট এসব আংশিক কমিটি অনুমোদন দেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কলেজগুলো হলো- রাঙ্গুনিয়া সরকারি কলেজ, সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ, দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ, এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ও রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ।
উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এসব কমিটি অনুমোদন করেন।
ঘোষিত কমিটিতে রাঙ্গুনিয়া সরকারি কলেজে মো. কাইয়ুমকে সভাপতি ও মো. এরফান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যের কমিটি দেওয়া হয়েছে।
সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজে মো. ফারহাদ হোসেনকে সভাপতি ও মো. তানভীর মহতাব আয়ানকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি করা হয়।
উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে সাকিবুল ইসলাম সভাপতি ও মো. এনামুল হক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন; এই কমিটি সাত সদস্যের।
দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজে আমিনুল ইসলাম সাব্বিরকে সভাপতি ও সাজিদুল ইসলাম সাজিদকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি দেওয়া হয়েছে।
রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজে আট সদস্যের কমিটিতে সালেউল মান্নান রাজু সভাপতি এবং মোহাম্মদ সাকিব জাবেদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
এছাড়া এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে কোরবান আলীকে সভাপতি ও মো. ওসমান ওয়াহেদ চৌধুরী সামেতকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
