আলোচনার পর হাটহাজারীতে যানজট নিরসনে কঠোর প্রশাসন, চলল উচ্ছেদ


চট্টগ্রামের হাটহাজারীতে যানজট নিরসনে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ১৮টি মামলায় ১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার বাসস্ট্যান্ড ও এর আশপাশের প্রধান সড়কগুলোতে এই অভিযান চলে। এ সময় সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে সেগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযানে বিভিন্ন অপরাধে ইব্রাহীম খলিলকে ১০ হাজার, সগীর আহম্মদকে ৫ হাজার, মুসাকে ১০ হাজার, মো. হারুনকে ৫ হাজার, সিপাতুল ইসলামকে ৫ হাজার, আজাদকে ৫ হাজার, কামাল উদ্দীনকে ২০ হাজার, নাসির উদ্দীনকে ২০ হাজার, সিজল মিষ্টির দোকানকে ৫ হাজার, খাঁজা বেকারিকে ২০ হাজার এবং জাফর আহম্মদ সওদাগরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ পার্কিংয়ের জন্য ছয়জন সিএনজি অটোরিকশা চালককে সাড়ে পাঁচ হাজার এবং একটি জিপকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গত ১১ আগস্ট যানজট নিরসনে সংশ্লিষ্টদের নিয়ে উপজেলা প্রশাসন একটি আলোচনা সভা করেছিল। ইউএনও মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, “আলোচনা সভার নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনদুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান পরিচালনায় ইউএনওকে সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এবং সড়ক ও জনপথ, বিদ্যুৎ বিভাগ, সেনাবাহিনী ও হাটহাজারী মডেল থানার সদস্যরা।