
রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাকি হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, শনিবার রাত থেকে রোববার বিকেলের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলার বনগ্রাম, নবগ্রাম ও ফেরিঘাট আমতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাহাঙ্গীর (২৪), মো. রাকিব (২২) এবং মো. শহিদ প্রকাশ শ্রাবণ (১৮)।
এর আগে গত শনিবার সন্ধ্যায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একদল যুবক লাঠিসোটা নিয়ে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ঢুকে একটি গাড়ি ও ফার্মেসি ভাঙচুর করে।
