মাজারে হামলা শান্তির জন্য হুমকি : সাইফুদ্দীন মাইজভাণ্ডারী


চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ১৪তম ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে হাজারো ভক্তের সমাগম হয়েছে।

এতে সভাপতির বক্তব্যে বর্তমান সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং আউলিয়াদের মাজারে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সোমবার আনজুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে তিনি বলেন, “রাজনৈতিক অস্থিরতা, আউলিয়ায়ে কেরামের মাজার ও খানকাহে হামলা-ভাঙচুর সমাজের শান্তি ও সম্প্রীতির জন্য ভয়াবহ হুমকি।”

তিনি সৈয়দ মইনুদ্দীন আহমদকে ‘শান্তির ইসলামের উজ্জ্বল আলোকবর্তিকা’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি আন্তঃধর্মীয় সম্প্রীতি ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন, সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, আনজুমানের মহাসচিব খলিফা শাহ মো. আলমগীর খান মাইজভাণ্ডারী এবং হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী।