সাতকানিয়ার কেরানিহাট বায়তুশ শরফ কমপ্লেক্সের নতুন কমিটি ঘোষণা


চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্সের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়েখ আব্দুল হাই নদভী এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আলহাজ্ব মো. নেজাম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ মুসা কোম্পানি, মোহাম্মদ জাকারিয়া, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক এহসানুল মাওলা, মোহাম্মদ নুরুন্নবী, মাস্টার জয়নাল আবেদীন ও আব্দুস ছবুর।

অন্যান্য পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, কোষাধ্যক্ষ মো. মহিউদ্দিন এবং সহ-কোষাধ্যক্ষ সাহেব মিয়া দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্যরা হলেন আহমদ সৈয়দ, আহমদ কবির, নুরুল কবির, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ সোলেমান বাবুল ও আবুল বাশার।

বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ জানিয়েছেন, নবগঠিত এই কমিটি আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।