
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে সংগঠনটির জেলা শাখা। সভায় বক্তারা বলেছেন, দেশের মানুষ আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যোগ্য নেতা হিসেবে দেখছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা এবং জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। আলোচনা সভা শেষে সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরসূরী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করে।
