ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: ৫ ফার্মেসিকে জরিমানা


চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচটি ফার্মেসিকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলার নাজিরহাট পৌরসভার মেডিকেল রাস্তার সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম।

অভিযানে আরজু ফার্মেসি, রহমানিয়া ড্রাগ ফার্মেসি, বিসমিল্লাহ ঔষধ বিতান ও শহীদ মেডিসিন হলসহ মোট পাঁচটি ফার্মেসিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

অভিযান পরিচালনায় থানা পুলিশ ও নাজিরহাট পৌরসভার একটি দল সহায়তা করে।