রাঙ্গুনিয়ায় কৃষকের সবজি ক্ষেতে ‘ঘাসনাশক’ ছিটিয়ে ৩ লাখ টাকার ক্ষতি


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের ছোড়া ‘ঘাসনাশক’ বিষে এক কৃষকের প্রায় ৬০ শতক জমির সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

উপজেলার পারুয়া ইউনিয়নের মধ্যম পারুয়া এলাকার কৃষক আজিজুল ইসলাম জানান, সোমবার সকালে তিনি তার ক্ষেতে গিয়ে দেখেন শসা, ঢেঁড়স, বরবটিসহ বিভিন্ন সবজি গাছ মরে যেতে শুরু করেছে। তিনি বলেন, “পরে স্থানীয় কৃষক ও সার-কীটনাশকের দোকানদারকে দেখালে তারা জানান, জমিতে ঘাস মারার বিষ ছিটানো হয়েছে।”

কারা এই শত্রুতা করেছে, তা তিনি জানেন না বলে উল্লেখ করেন আজিজুল ইসলাম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কৃষি কাজ করলেও তিনি স্থানীয় কৃষি অফিস থেকে কখনো কোনো ধরনের সহায়তা পাননি, তাই এ ঘটনাও তাদের জানাননি।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, “ঘটনাটি আমাদের এখনো জানানো হয়নি। তবে আমরা আগামীকাল (বুধবার) একজন কর্মকর্তাকে সরেজমিনে পাঠিয়ে বিষয়টি যাচাই করে দেখব।”

কৃষক আজিজুল ইসলাম একই এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইসমাঈলের পুত্র।