
খাগড়াছড়ির দীঘিনালায় বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দিতে রাজি না হওয়ায় এক ব্যবসায়ীকে পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ইসমাইল হোসেন (২৭) অভিযোগ করেন। তিনি মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল হাইয়ের ছেলে এবং স্থানীয়ভাবে ইন্টারনেট সেবা প্রদানকারী ব্যবসায়ী।
অভিযুক্ত মো. নাজমুল হাসান মেরুং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত।
আহত ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে তাকে ফাঁড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে এসআই নাজমুল তার কাছে বিনামূল্যে ওয়াইফাই সংযোগ চান।
“আমি সংযোগ দিতে অস্বীকৃতি জানালে তিনি আমার মোটরসাইকেলের চাবি কেড়ে নেন এবং এটিকে চোরাই গাড়ি বলে হুমকি দেন। এক পর্যায়ে তিনি আমাকে গাছের লাঠি দিয়ে মারধর করেন,” বলেন ইসমাইল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন উপ-পরিদর্শক মো. নাজমুল হাসান। তিনি বলেন, “তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছিল, কোনো মারধর করা হয়নি।”
এ বিষয়ে জানতে চাইলে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, “মেরুং পুলিশ ফাঁড়িতে একজন ব্যবসায়ীর সঙ্গে এসআই নাজমুলের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এতে একজন আহত হয়েছেন বলে শুনেছি।”
ওসি আরও বলেন, “আহত ব্যক্তির চিকিৎসার সব খরচ আমরা বহন করব। একই সঙ্গে এই ঘটনা এবং অভিযুক্ত উপ-পরিদর্শকের বিষয়ে পুলিশ সুপারের কাছে একটি প্রতিবেদন পাঠানো হবে।”
