- সাবেক কাউন্সিলর আল মনসুর চৌধুরী জুয়েল (লাল গেঞ্জি) ও তার সহযোগী আশরাফুল ইসলাম ছোটন।
চট্টগ্রামের পটিয়ায় ইয়াবা সেবনের সময় পৌরসভার এক সাবেক কাউন্সিলর ও তার সহযোগীকে হাতেনাতে আটকের পর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতরা হলেন পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল মনসুর চৌধুরী জুয়েল (৪২) এবং তার সহযোগী আশরাফুল ইসলাম ছোটন (৩৮)।
বুধবার দুপুরে জুয়েলের ভাড়া বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই দণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জুয়েলকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও দেড় হাজার টাকা জরিমানা এবং ছোটনকে ৭ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক করার সময় তারা ইয়াবা সেবনে লিপ্ত ছিলেন। ঘটনাস্থলেই অপরাধের প্রমাণ পাওয়ায় তাদের দণ্ড দেওয়া হয়েছে।”
আল মনসুর চৌধুরী জুয়েল ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তার বাবার নাম মৃত আল আমিন চৌধুরী। অপর দণ্ডিত আশরাফুল ইসলাম ছোটনের বাড়ি উপজেলার কেলিশহর ইউনিয়নে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জুয়েল একসময় প্রভাবশালী হলেও সম্প্রতি তার বিরুদ্ধে মাদকাসক্তি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠছিল।

