নানা-নানীকে বাবা-মা দেখিয়ে সম্পত্তি দখলের চেষ্টা, যুবলীগ নেতা গ্রেপ্তার

Arrest
নিজের নানা-নানীকে বাবা-মা হিসেবে দেখিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির মাধ্যমে মুক্তিযোদ্ধা নানার সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মো. নাছির নামের ওই নেতাকে মঙ্গলবার গ্রেপ্তারের পর চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আরও একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে পুলিশ জানিয়েছে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রূপন নাথ বুধবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, নাছিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পিবিআই তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী ও নাছিরের মামা মো. নুরুল আলম অভিযোগ করেন, তার বোনের প্রথম ঘরের সন্তান নাছির তাদের বাড়িতেই বড় হয়েছেন। এক পর্যায়ে তার বাবা সাবেক সেনাসদস্য ও বীর মুক্তিযোদ্ধা জানে আলমের মুক্তিযোদ্ধা ভাতা ও সম্পত্তি আত্মসাতের জন্য সে নিজের নানা-নানীকে বাবা-মা দেখিয়ে ভুয়া এনআইডি তৈরি করে।

নুরুল আলম জানান, এ ঘটনায় তিনি ২০২৪ সালের ২৫ আগস্ট চট্টগ্রামের আদালতে একটি জালিয়াতি ও প্রতারণার মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ওপর নাছির আপত্তি জানালে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেয়। সেই তদন্তের জন্য তাকে পিবিআই কার্যালয়ে ডাকা হলে তার বিরুদ্ধে থাকা অন্যান্য গ্রেপ্তারি পরোয়ানা থাকার বিষয়টি প্রকাশ পায় এবং তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, আটক নাছিরের বিরুদ্ধে হাটহাজারী, নগরীর চকবাজার, কোতোয়ালী ও ফটিকছড়ি থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই এবং চুরির একাধিক মামলা রয়েছে। নাছির চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।