সিএমপির প্রতিবাদলিপিতে সাংবাদিকদের ‘হুমকি’, প্রত্যাহারের দাবি


টেলিভিশনে প্রচারিত একটি সংবাদকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রতিবাদলিপিকে ‘প্রচ্ছন্ন হুমকি’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

‘হুমকিমূলক’ ওই বিবৃতি প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিকদের এই সংগঠনটি। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

বুধবার রাতে এক বিবৃতিতে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এই দাবি জানান।

সম্প্রতি চ্যানেল টোয়েন্টিফোরে সিএমপির ট্রাফিক বিভাগের ‘দুর্নীতি ও অনিয়ম’ নিয়ে একটি সংবাদ প্রচারিত হয়। এর প্রতিক্রিয়ায় সিএমপি কমিশনারের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র দেওয়া হয়, যা প্রতিবাদের নামে সাংবাদিকদের প্রতি ‘প্রচ্ছন্ন হুমকি’ বলে মনে করছে সিইউজে।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, “আইনের চেয়ারে বসে সিএমপি কমিশনার এ ধরনের হুমকি দিতে পারেন না। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেন রাষ্ট্রের স্বার্থে। সাংবাদিকদের পেশাগত কাজে পুলিশ কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না।”

এ ধরনের আচরণকে ‘ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করে সিইউজে নেতারা বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি বা অপপ্রচার দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনকেও প্রশ্নবিদ্ধ করে।”

বিবৃতিতে আরও বলা হয়, “নিজেদের দায় অন্যের উপর চাপিয়ে অনিয়মকে আড়াল করা বেআইনি ও অনৈতিক। সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে সত্য দমন করা যাবে না। সাংবাদিকদের প্রকাশিত তথ্য-উপাত্ত যদি ভ্রান্ত মনে হয়, তবে যথাযথ তথ্য প্রমাণসহ জবাব দেয়াই সঠিক পন্থা।”

অবিলম্বে সিএমপি কমিশনারের পক্ষ থেকে পাঠানো ‘হুমকিমূলক বিবৃতিটি’ প্রত্যাহারের দাবি জানিয়ে নেতারা বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।