
চট্টগ্রামের পটিয়ায় একদল সন্ত্রাসী হাঈদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে পৌর এলাকার বিওসি রোডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত শ্যামলকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে একটি সিএনজি অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওঁত পেতে থাকা ৬-৭ জন সন্ত্রাসী তার পথরোধ করে।
পরে তারা শিক্ষককে অটোরিকশা থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পেটায়। এতে তিনি গুরুতর আহত হলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত প্রধান শিক্ষক শ্যামল দে বলেন, “বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগেও আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ নিয়ে আমি থানায় দুটি জিডিও করেছিলাম।”
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, “বিষয়টি অবগত হওয়ার পরপরই পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগের জিডির সূত্র ধরেই এ ঘটনায় মামলা হবে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
