
চট্টগ্রাম নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যবাহী ট্রাকের চাপায় রঞ্জিত কর্মকার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নগরীর রাজা পুকুর লেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টিসিবির পণ্য বিক্রির ট্রাকটি আসার পর হুড়োহুড়ির মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
নিহত রঞ্জিত কর্মকার পেশায় একজন স্বর্ণের কারিগর ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির ন্যায্যমূল্যের পণ্য নিতে সকাল থেকেই শতাধিক মানুষ লাইনে অপেক্ষা করছিলেন। পণ্যবাহী ট্রাকটি ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় রঞ্জিত কর্মকার ট্রাকের নিচে চাপা পড়েন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “ট্রাকটা হঠাৎ করে অনেক দ্রুত গতিতে আসে। তখন সবাই দৌড়াদৌড়ি শুরু করে। হঠাৎ দেখি একজন পড়ে গেলেন এবং সঙ্গে সঙ্গেই তার উপর দিয়ে গাড়িটা চলে যায়।” ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “আমাদের একটি দল ঘটনাস্থলে গেছে। নিহতের পরিবার এ ঘটনায় কোনো মামলা করবে না বলে জানিয়েছে।”
এ বিষয়ে টিসিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
