
চট্টগ্রামের চান্দগাঁওয়ে একটি স্পোর্টস টার্ফ উদ্বোধনের সময় জুবায়ের উদ্দিন বাবু নামে এক যুবককে হত্যার ঘটনায় এক আসামিকে প্রায় এক বছর পর গ্রেপ্তার করেছে র্যাব।
আবির রহমান রুবেল (২৮) নামের ওই আসামি মামলার এজাহারভুক্ত এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার নগরীর কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে র্যাব-৭।
র্যাব জানায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় একটি স্পোর্টস টার্ফ উদ্বোধনের অনুষ্ঠানে দর্শক হিসেবে গিয়েছিলেন জুবায়ের। পূর্ব শত্রুতার জেরে রুবেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে জুবায়েরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন জুবায়েরের ভগ্নিপতি বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রুবেল ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
