
কক্সবাজারে প্রধান উপদেষ্টার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি গাড়িবহরের দুটি পাজেরো জিপ দুর্ঘটনায় পড়েছে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহারদিঘি পাড়া এলাকায় একটি গাড়ির পেছনে আরেকটি ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। গাড়িগুলো চাঁদপুর জেলা প্রশাসনের বলে পুলিশ জানিয়েছে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান জানান, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনটি পাজেরো জিপের একটি বহর প্রধান উপদেষ্টার অনুষ্ঠানের ডিউটির জন্য কক্সবাজার যাচ্ছিল। পথে লোহারদীঘির পাড় এলাকায় বহরের সামনে একটি মোটরসাইকেল চলে এলে প্রথম গাড়িটি ব্রেক করে। এসময় পেছনের গাড়িটি সামনেরটিকে ধাক্কা দেয়।
এতে দুটি গাড়িই সামনে ও পেছনের দিকে ক্ষতিগ্রস্ত হয়। পরিদর্শক রবিউল জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। গাড়ি দুটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
