
বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তরিকত চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মাইজভান্ডার রহমানীয় মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী।
শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফে খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে তিনি অনুসারীদের প্রতি আহ্বান জানান।
সৈয়দ মুজিবুল বশর বলেন, “মাইজভান্ডারী তরিকায় সাম্য-ভ্রাতৃত্ব ও মানবতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বিশ্বে শান্তি ও জননিরাপত্তা ফিরিয়ে আনতে আউলিয়ায়ে কেরাম এবং মাইজভাণ্ডারী সাধকদের চর্চিত প্রেমবাদকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মানবতার রাজত্ব প্রতিষ্ঠা করাই আউলিয়ায়ে কেরামের মিশন।”
মাওলানা মো. গোলাম মুস্তাফা ও মাওলানা শায়েস্তা খান আল আযহারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা হাসনাত উল্লাহ ফারুকী, মাইজভান্ডার শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বশিরুল আলম, মাওলানা নুরুল ইসলাম ফোরকানি প্রমুখ।
