
চট্টগ্রামের হাটহাজারীতে মূল্য তালিকা না টাঙিয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এই অভিযান চালানো হয়। দুজনকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মু. আবদুল্লাহ আল মুমিন জানান, সরকারহাট বাজারের যানজট পরিস্থিতি দেখতে গিয়ে তিনি মাংসের দোকানে অনিয়ম দেখতে পান। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় মো. আনোয়ার এবং শাহ আলম নামের দুই ব্যবসায়ীকে দুটি মামলায় মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায়ের পর ভবিষ্যতে সতর্ক থাকতে বলা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
