সোর্সের কাছে ফেনসিডিল: অভিযুক্ত এসআই কামালকে পুলিশ লাইনে সংযুক্ত


চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয়দের হাতে ফেনসিডিলসহ তিন ‘সোর্স’ আটকের ঘটনায় অভিযুক্ত পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান শুক্রবার রাতে এসআই কামালকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চুনতি বাজার এলাকা থেকে ৪৮ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা নিজেদের পুলিশের সোর্স দাবি করে জানান, এসআই কামাল হোসেনই তাদের ওই ফেনসিডিলগুলো দিয়ে পার্শ্ববর্তী লামা উপজেলার আজিজ নগরে পৌঁছে দিতে বলেছিলেন। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

আটক তিনজন হলেন- লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি পুরাতন বিওসি এলাকার রমিজ উদ্দিন (৩৫), লোহাগাড়া সদর ইউনিয়নের হোসেন আলী মাতব্বর বাড়ির নাজিম উদ্দিন (৪৫) এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকার তাজুল ইসলাম (৪৯)।