নির্বাচনে সৎ ও যোগ্য লোক নির্বাচিত করতে দোকান শ্রমিকদের প্রতি আহ্বান


প্রত্যেক দোকান কর্মচারীর কাছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বার্তা পৌঁছে দিতে এবং আগামী জাতীয় নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করতে অগ্রণী ভূমিকা পালনের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছহাক।

শনিবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় দোকান কর্মচারী কল্যাণ সমিতির ট্রেড ইউনিয়নের নির্বাচন ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মোহাম্মদ ইছহাক বলেন, “আগামী সেপ্টেম্বর মাসে শ্রমিক সপ্তাহ পালন করা হবে। এই সময়ের মধ্যে প্রত্যেক দোকান কর্মচারীর মাঝে শ্রমিক কল্যাণের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। দোকান শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে লড়াই করতে হবে। অন্যায়ভাবে কোনো দোকান কর্মচারীকে ছাঁটাই করা যাবে না।”

লোহাগাড়ার আমিরাবাদের রাজঘাটা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া দোকান কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা মনির আহমদ ও মাস্টার মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা শরফুল আমিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ উপদেষ্টা অধ্যক্ষ আ ন ম নোমান, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাস্টার আবদুস সালাম, শ্রমিক নেতা রফিক দিদার ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ।