
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে ‘ভারতের অঙ্গরাজ্য’ হওয়া থেকে বাঁচাতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী।
শনিবার বিকেলে চট্টগ্রামের বাঁশখালীতে আয়োজিত এক যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শাহজাহান চৌধুরী বলেন, “আগামী নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, কোনো দলকে ক্ষমতায় নেয়ার জন্য নয়, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ জামায়াত ইসলামীর দেশপ্রেমিক প্রার্থীদের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ক্ষমতায় বসাতে হবে।”
বাঁশখালী উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে হাজী সোলতান কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়। যুব বিভাগের সভাপতি মুহাম্মদ খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ নাছের, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল, দক্ষিণ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল মুস্তাফা, দক্ষিণ জেলা যুব বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ উদ্দিন বজল, পৌরসভা আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুর রহিম ছানুবী, যুব নেতা আবু তৈয়ব, তারেকুল ইসলাম চৌধুরী, গাজী কামরুল ইসলাম কামরান, কফিল উদ্দিন, এনামুল হক রাশেদ, ছগির শিকদার, রাশেদ আকবর, মাহফুজ রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন।
