ডিগ্রি ছাড়াই ডাক্তারি, বাঁশখালীতে একজনের জরিমানা


এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকলেও নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে উপজেলার গুণাগরী বাজারের একটি বাণিজ্যিক ভবনে হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালিয়ে শামসুল আলম নামের ওই ব্যক্তিকে এই দণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম জানান, শামসুল আলম কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই ডাক্তার পরিচয়ে ভিজিটিং কার্ড ও সাইনবোর্ড ব্যবহার করে আসছিলেন।

ইউএনও বলেন, “তিনি দীর্ঘদিন ধরে দাঁতের রুট ক্যানেল ও জটিল সার্জারির পাশাপাশি মা ও শিশু রোগের চিকিৎসাও দিয়ে আসছিলেন। অভিযানের সময় তিনি স্বীকার করেন যে, তার এমবিবিএস বা বিডিএস কোনো ডিগ্রি নেই। একজন ডেন্টিস্টের সঙ্গে কয়েক বছর কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি চেম্বার চালাচ্ছিলেন।”

অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত শামসুল আলমকে এক লাখ টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে চিকিৎসা কার্যক্রম চালাবেন না—এই মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এসময় তিনি নিজেই তার চেম্বারের সাইনবোর্ড অপসারণ করেন।