‘সাইফুদ্দিন খালেদ খসরু অমর হয়ে থাকবেন’

সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘ-এর উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক, প্রগতিশীল আন্দোলনের কর্মী ও বিশিষ্ট পেশাজীবি সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ বৈঠকখানা কমিউনিটি হলে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশ।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন শিশু সংগঠক ওসমান গণি বাবুল, বাচিক সংগঠক ও তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, এডভোকেট আব্দুল্লাহ্ হাসান পিকু, সমাজ সমীক্ষা সংঘের পরিচালক তাপস রায়, মিটু কুমার শীল, বিকাশ বড়ুয়া, দ্বৈপায়ন পাল, সদস্য প্রদীপ ধর, লিপি তালুকদার এবং মরহুমের ছেলে খালেদ আরাফাত। স্মরণসভা পরিচালনা করেন সংগঠনের অতিরিক্ত নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ মিনহাজ।

বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়ে ওঠা সাইফুদ্দিন খালেদ খসরু ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে মানুষ হয়েছেন। তার পিতা ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও সাহিত্যিক ড. রশীদ আল ফারুকী। ছাত্রজীবনে তিনি রোভার স্কাউট, খেলাধুলা ও প্রগতিশীল ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতির দায়িত্বও পালন করেন।

শৈশব থেকেই খেলাঘর আন্দোলনের সঙ্গে যুক্ত খসরু ২০০৬ সালে ‘অসীম জ্ঞান, অবাধ মনন’ স্লোগানকে ধারণ করে সমাজ সমীক্ষা সংঘ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন এবং সংগঠনের প্রথম নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বক্তারা আরও বলেন, মুক্ত মানুষের মুক্ত সমাজে বিশ্বাসী খসরু ছিলেন যুক্তি ও বুদ্ধির মুক্তির এক অনন্ত আশাবাদী। সমাজ সমীক্ষা সংঘসহ নানা প্রগতিশীল আন্দোলনের সঙ্গে আমৃত্যু যুক্ত থেকে তিনি হয়ে উঠেছিলেন আস্থা, ভালোবাসা ও নির্ভরতার প্রতীক।

অনুষ্ঠানের শুরুতে তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।