অবৈধ বালু উত্তোলন: ফটিকছড়িতে ৪ ড্রেজার বিকল, বিপুল বালু জব্দ


চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় উত্তোলিত প্রায় ৮০ হাজার ঘনফুট বালুও জব্দ করা হয়।

সোমবার উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর ও নতুন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে ভুজপুর থানা পুলিশ ও নারায়ণহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মীরা সহায়তা করেন।