ফটিকছড়িতে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের অস্বীকার


চট্টগ্রামের ফটিকছড়িতে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও যুবদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নাসির উদ্দীন বিপ্লব নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা এলাকায় এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

সোমবার বিকেলে উপজেলার হেঁয়াকো বাজারে আয়োজিত এই মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগী প্রবাসী মো. মানিক বলেন, “দীর্ঘ ৩৫ বছর ধরে আমরা এখানে বসবাস করছি। বিপ্লব এসে চাঁদা চাইলে আমি দিতে রাজি না হওয়ায় তারা আমাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে এবং আমাকে হত্যার হুমকি দিয়েছে।”

আরেক ভুক্তভোগী আমেনা বিবি অভিযোগ করে বলেন, “বিপ্লব তার বাহিনী নিয়ে আমার বাড়িতে এসে স্বামীকে না পেয়ে আমাকে ও আমার সন্তানদের মারধর এবং ঘর ভাঙচুর করে। আমরা সন্ত্রাসী বিপ্লব বাহিনী থেকে মুক্তি চাই।”

মরিয়ম বেগম নামে আরেকজন বলেন, “নাসির উদ্দীন বিপ্লবের অত্যাচারে এলাকার মানুষ অসহায়। চাঁদার দাবিতে হত্যার হুমকি, বাড়িঘর ভাঙচুর, হামলা করে যাচ্ছে অনবরত।”

ভুজপুর থানা যুবদলের আহ্বায়ক মো. নুরুল আমীন বলেন, “হেঁয়াকো এলাকায় দলীয় নাম ভাঙিয়ে কোনো অবস্থায় চাঁদাবাজি বরদাশত করা হবে না। সে যেই হোক, তাকে প্রতিরোধ করা হবে।”

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নাছির উদ্দিন বিপ্লব। তিনি বলেন, “এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ওই ধরণের কোনো কার্যক্রমে আমি জড়িত নই।”