ঢাকা : নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালের বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহর (২৭) বাড়ি সন্দ্বীপের মুসাপুর ইউনিয়নে। মঙ্গলবার মুসাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আকায়েদের বাড়ি মুসাপুর গ্রামে বলে জানতে পেরেছি। তার বাবার নাম সানাউল্লাহ। তবে তারা ছোটবেলা থেকেই ঢাকার হাজারীবাগে থাকতেন। আকায়েদের গ্রামের বাড়ি ভুটান বা বোতান তালুকদারের বাড়ি নামে পরিচিত। ২০ বছর বয়স পর্যন্ত বাংলাদেশে থাকলেও এলাকায় তিনি খুব পরিচিত নয়। কারণ, তার বেড়ে ওঠা ঢাকার হাজারিবাগে। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যায় ২০১১ সালে।’
এদিকে, আকায়েদের মামা মুকুট বলেন, আকায়েদ দেড় বছর আগে দেশে এসে চাঁদপুরে বিয়ে করেছিল। কিন্তু সে কখনও গ্রামে আসেনি। তাই তার সম্পর্কে আমরা এত কিছু জানি না। আমরা শুধু জানতাম সে হাজারীবাগ এলাকায় বসবাস করতো।
এদিকে, বিবিসির এক প্রতিবেদনে নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার জেমস ও’নেইল এর বরাত দিয়ে জানানো হয়েছে, ‘আকায়েদের শরীরে বিস্ফোরক ডিভাইস সংযুক্ত ছিল। বোমাটি আকায়েদের শরীরে বিস্ফোরণ হওয়ায় সে নিজেসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সিবিএস নিউজ জানায়, আকায়েদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাবা-মায়ের সঙ্গে সে যুক্তরাষ্ট্রে আসে। পরে আকায়েদ স্থায়ী মার্কিন অধিবাসী হিসেবে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতে শুরু করে। এদিকে বাংলাদেশি পুলিশের বরাত দিয়ে জানানো হয়, এ বছরের ৮ সেপ্টেম্বর আকায়েদ শেষ বারের মতো বাংলাদেশে এসেছিল।
যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দাবি, আটক আকায়েদ জঙ্গিগোষ্ঠী আইএস দ্বারা অনুপ্রাণিত। কিন্তু তার সঙ্গে আইএস-এর সরাসরি কোনও যোগাযোগ ছিল না।
নিউ ইয়র্ক সিটির পুলিশ কর্মকর্তা নেইল বলেন, ‘আকায়েদ মুখ খুলতে শুরু করেছে কিন্তু আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না।’
জানাগেছে আকায়েদ ট্যাক্সিচালক হিসেবে কাজ করতো। ২০১২ মার্চ থেকে ২০১৫ মার্চ পর্যন্ত তার নামে ট্যাক্সির লাইসেন্স করা ছিল বলে লিমুজিন কমিশন জানিয়েছে।
