
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ ‘আর্টিসানাল’ ট্রলিং বোট চালানোর অভিযোগে ২৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড; পরে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলার শেখেরখীল সরকার বাজার সংলগ্ন এলাকায় শনিবার থেকে সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচটি বোটসহ তাদের আটক করা হয়।
পরে বোট মালিকদের ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে জেলেদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব।
তিনি বলেন, কাঠের তৈরি এসব নৌকায় অবৈধভাবে ইঞ্জিন ও ছোট ফাঁসের ‘বেহুন্দি জাল’ লাগিয়ে মাছ ধরা হচ্ছিল। সাগরে নিষিদ্ধ এ ধরনের নৌযানকে ‘আর্টিসানাল’ ট্রলিং বোট বলা হয়।
কোস্টগার্ড জানায়, এসব বোট গভীর ও অগভীর সাগরে মাছের রেণু-পোনা, ডিমওয়ালা মা মাছ এবং মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট করে।
অভিযানে জব্দ করা জালের মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। পরে একজন মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব অবৈধ সরঞ্জাম নষ্ট করা হয়।
লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, “মালিকপক্ষকে জরিমানা করার পর নৌকা ও জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।”
মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
