
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রামে সংগীত সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা।
সংস্থার চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আগামী শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হবে।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সংস্থার শিল্পীরা। এর মাধ্যমে কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মকে রবীন্দ্রসংগীতের চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করা হবে।
সংস্থার সভাপতি লাকী দাশ ও সাধারণ সম্পাদক এডভোকেট শুভাগত চৌধুরী রবীন্দ্রপ্রেমী সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই শ্রদ্ধা নিবেদনের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন।
