
চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি সংরক্ষিত বন থেকে সেগুন গাছ কেটে পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ; এ সময় কাঠবোঝাই একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার পৌরসভা এলাকার লম্বোটিলা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
আটকরা হলেন- হাটহাজারী পৌরসভার দেওয়ান নগর এলাকার মো. আনিস (২২) এবং ১ নম্বর ওয়ার্ডের মো. সোহেল (২৮)।
রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বন বিভাগের কর্মীরা নিয়মিত টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।
তিনি বলেন, “অভিযানের সময় দুজন গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। বাকি দুজন সেগুন কাঠবোঝাই একটি পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। পরে বন বিভাগের কর্মীরা ধাওয়া করে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় গাড়িটিসহ আনিস ও সোহেলকে আটক করে।”
অভিযানে ১২ টুকরা সেগুন গোল কাঠ, ১৫টি সেগুন গাছের গোড়াসহ করাত, কুড়াল ও দা জব্দ করা হয় বলে জানান এই বন কর্মকর্তা।
তিনি আরও জানান, আটক দুজন এবং পলাতক নুর মোহাম্মদ ও মোরশেদ নামে আরও দুজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা কাঠ ও সরঞ্জামাদি বন বিভাগের জিম্মায় রাখা হয়েছে।
