আনোয়ারা-বাঁশখালী হাসপাতালে স্বাস্থ্য পরিচালকের ঝটিকা পরিদর্শন


চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে উপজেলা পর্যায়ে সেবার মান বাড়িয়ে জেলা হাসপাতালের ওপর চাপ কমানোর তাগিদ দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বুধবার সকালে আকস্মিক এ পরিদর্শনে যান। সকাল ৮টায় আনোয়ারা এবং বেলা ১১টায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি হাসপাতাল দুটির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট ঘুরে দেখেন এবং সেখানে ভর্তি ও চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ডা. রাব্বি বলেন, “জেলার হাসপাতালগুলোতে রোগীরা চিকিৎসার জন্য ফ্লোরেও কাতরাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যথাযথ সেবা প্রদান করতে পারলে জেলার হাসপাতালের ওপর চাপ কমবে।”

তিনি হাসপাতালগুলোর বিভিন্ন সমস্যা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশ দেন।

ডা. রাব্বি আরও বলেন, “সরকার সকলের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আনোয়ারা ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুইটিই গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং এখানে রোগীদের ভালো চিকিৎসা সেবা প্রদান করা আমাদের কর্তব্য।”