
চট্টগ্রামের আনোয়ারা ও সীতাকুণ্ডে দুটি পৃথক গণধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার জেলার সীতাকুণ্ড উত্তর বাইপাস ও নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান।
গ্রেপ্তাররা হলেন- আনোয়ারা উপজেলার বোয়ালিয়া এলাকার কাশেদ (১৯) এবং সীতাকুণ্ডের ছেলেপাড়া এলাকার মাহবুল আলম (৪০)।
র্যাব কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, মাহবুল গত ২১ অগাস্ট সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার আসামি। আর কাশেদ মঙ্গলবার আনোয়ারা থানায় দায়ের হওয়া অপর একটি গণধর্ষণ মামলার আসামি।
গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
