আদালতের রায়ে রাঙ্গুনিয়ায় ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, ইট নিলামে


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আদালতের নির্দেশে একটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জব্দ করা সাড়ে তিন লাখ ইট নিলামে বিক্রি করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার বিকালে উপজেলার দক্ষিণ রাজনগর ইউনিয়নের সোনারগাঁও এলাকার ‘মেসার্স আল মদিনা ব্রিকস’ নামের ইটভাটায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. কামরুল হাসান।

পরিবেশ অধিদপ্তর জানায়, চট্টগ্রামের পরিবেশ আদালতে ২০১৩ সাল থেকে চলমান একটি মামলার রায় বাস্তবায়নে এ অভিযান চালানো হয়।

অভিযানে ইটভাটাটির ১২০ ফুট উঁচু চিমনি ধ্বংস করা হয়। এছাড়া ২০১১ সালের ওই মামলায় জব্দ করা সাড়ে তিন লাখ ইট উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

মো. সাইফুজ্জামান নামে এক ব্যক্তি সর্বোচ্চ দরদাতা হিসেবে তিন লাখ আট হাজার টাকায় ইটগুলো কিনে নেন বলে প্রশাসন জানিয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে নিরাপত্তা দেন।