ফটিকছড়িতে পরীক্ষা শেষ ‘পৌনে এক ঘণ্টা আগে’, তদন্তের আশ্বাস প্রশাসনের


চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের পৌনে এক ঘণ্টা আগেই পরীক্ষা শেষ করে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে; এ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে।

উপজেলার কাঞ্চননগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার শেষ দিনে এ ঘটনা ঘটে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন।

তাদের অভিযোগ, শিক্ষকরা প্রায়ই নির্ধারিত সময়ের আগে খাতা জমা নিয়ে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন। এতে তাদের সন্তানরা পরীক্ষায় পূর্ণ নম্বরের উত্তর লেখা থেকে বঞ্চিত হচ্ছে।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষাটি দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট আড়াই ঘণ্টা হওয়ার কথা। কিন্তু বিকাল ৩টা ১২ মিনিটেই শিক্ষার্থীদের খাতা জমা নিয়ে ছুটি দিয়ে দেওয়া হয়।

চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা মুক্তা মনি বলেন, “শিক্ষকরা শিক্ষার্থীদের অধিকার হরণ করছেন। নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে না পারলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে না। বিদ্যালয় পরিচালনা পরিষদও (এসএমসি) এসব বিষয় দেখে না।”

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আজম মুঠোফোনে বলেন, “শিক্ষার্থীরা চিৎকার-চেঁচামেচি করে, তাই একটু আগে-পরে পরীক্ষা নিয়ে ছুটি দিয়ে দিয়েছি।”

তবে নির্ধারিত সময়ের আগে পরীক্ষা শেষ করার কোনো নিয়ম আছে কি না, এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, “শিক্ষা কার্যক্রমের সাথে এ ধরনের অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কাজ কোনো শিক্ষক করতে পারেন না।”

এ বিষয়ে কথা বলতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি; পরে মোবাইল ফোনে বার্তা পাঠালেও সাড়া দেননি।