মোগাদিশু : সোমালির এক টিভি সাংবাদিক তার সন্তানদের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন।
তার আত্মীয় একথা জানিয়েছে। গোলযোগপূর্ণ দেশটিতে এ বছর এই নিয়ে পাঁচ জন প্রাণ হারাল। খবর এএফপি’র।
কালসান টেলিভিশনে কর্মরত মোহাম্মদ ইবরাহীম গাবোউ তার শিশু সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি নিয়েছিলেন।
সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পরপরই এই বিস্ফোরণ ঘটে। বোমাটি গাড়ির চালকের আসনের নিচে পেতে রাখা হয়েছিল।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়।
তার আত্মীয় মোহাম্মদ আবদিরাহমান সোমবার রাতে বলেন, ‘তিনি একজন পেশাদার সাংবাদিক ছিলেন এবং তিনি জনগণের জন্য কাজ করতেন।’
তিনি আরো বলেন, ‘আমরা জানিনা কেন তারা তার সন্তানদের সামনে তাকে হত্যা করল।’
কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে বিভিন্ন বিবদমান বাহিনীগুলো প্রায়ই সাংবাদিকদের ওপর হামলা চালায়।
