
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যার মাথা ও পা থেঁতলানো ছিল।
নিহত রোজি আকতারের (৫০) বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মো. জসিম উদ্দিনের স্ত্রী।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকা থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “বুধবার রাত ৮টার দিকে রোজি আকতার মরিয়মনগরে তার বাবার বাড়ির উদ্দেশে বেরিয়েছিলেন। সকালে তার বাবার বাড়ির কাছাকাছি সড়কের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।”
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি শিফাতুল মাজদার আরও বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোজি আকতার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
