
চট্টগ্রামের ফটিকছড়িতে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টায় দুই ভাইয়ের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ বেলাল বাদী হয়ে ইকবাল হোসেন সাকিল (৩৫) ও তার মা রহিমা বেগমসহ (৫০) পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার বাদী মো. বেলাল সাংবাদিকদের বলেন, “সকালে আমরা আমাদের জমিতে ধানের চারা রোপণ করার পর প্রতিপক্ষ সাকিল ২০-৩০ জন লোক নিয়ে হাজির হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও আমার ভাই জাহাঙ্গীর আহত হই।”
তার ভাই প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর বলেন, “সন্ত্রাসীরা আমার ভাই বেলালকে লক্ষ্য করে গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়। তারা আমাদের পৈত্রিক জায়গা দখল করতে এসেছিল।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত সাকিল তার হাতে থাকা পিস্তলটি মা রহিমা বেগমের কাছে দিয়ে পালিয়ে যান বলে জানান ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ।
তিনি বলেন, “পুলিশ রহিমা বেগমের পিছু নেয়। এক পর্যায়ে তিনি পার্শ্ববর্তী চৌমুহনী বাজারের একটি টেইলার্সের দোকানে পিস্তলটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে সেখান থেকে স্থানীয়দের উপস্থিতিতে অস্ত্রটি উদ্ধার করা হয়।”
দোকানের মালিক নারায়ণ দাশ বলেন, “এক নারী হঠাৎ দোকানের পেছনে ঢুকে পিস্তলের মতো একটি বস্তু ফেলে দিয়ে চলে যান। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।”
ওসি নূর আহমদ আরও বলেন, “অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনেও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, যেখানে সাকিল ও তার মাকে আসামি করা হবে।”
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।”
