
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহ্যবাহী ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরাত মাহফিল আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে, যার জন্য বাজেট ধরা হয়েছে ১০ কোটি টাকা।
শুক্রবার বিকালে সীরাতুন্নবী (স:) মাহফিলের স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান আয়োজকরা।
মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত ও অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসলমানদের অনুদানে বাজেটের অর্থ সংগ্রহ করা হবে।
সভায় জানানো হয়, ইসলাম প্রচারের লক্ষ্যে প্রখ্যাত আলেম হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (র.) ১৯৭২ সালে এই মাহফিলের প্রবর্তন করেন।
মোতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক ইবনে দিনার নাজাত বলেন, মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপকমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের বেশি প্রস্তুতি সভা করা হয়েছে এবং বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দাওয়াত পৌঁছানো হয়েছে।
তিনি বলেন, “১৯ দিনব্যাপী এই মাহফিলের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকদের নিয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
বিশ্বজুড়ে মাহফিলের বার্তা ছড়িয়ে দিতে তিনি গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।
শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ নাঈম নিমু এবং লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম বক্তব্য দেন।
