ফটিকছড়িতে ১৫ বছর ধরে অবহেলিত সড়ক সংস্কারে নামলেন জামায়াত কর্মীরা


চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় ১৫ বছর ধরে অবহেলিত একটি ভাঙা সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে তারা উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হরিণাদীঘি দোকান সড়কসহ আশপাশের ভাঙা অংশ বালি ও ইট দিয়ে মেরামত শুরু করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্ষাকালে খানাখন্দে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

ওয়ার্ড জামায়াতের সভাপতি বেলাল উদ্দিন সিকদার বলেন, “রাজনৈতিক কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন সড়কটি সংস্কার হয়নি। তাই আমরা চলাচলের উপযোগী করতে নিজেদের উদ্যোগে সংস্কার করছি। তবে আমরা প্রশাসনের কাছে সড়কটির স্থায়ী সংস্কারের জন্য আবেদন জানাই।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী আনোয়ারুল আজিম, পাইন্দং শিবিরের সভাপতি সম্রাট আকবর এবং হরিণাদীঘিয়া ইসলামি দাখিল মাদ্রাসার সুপার শামসুদ্দিন বলেন, এই অস্থায়ী সংস্কারে কিছুটা স্বস্তি মিললেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য সরকারের পক্ষ থেকে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার জরুরি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সুন্দরপুর ইউনিয়নের প্রশাসক নজরুল ইসলাম বলেন, “আমরা অবহেলিত সড়কগুলোর উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছি। হরিণাদীঘির এই সড়কটির জন্য বরাদ্দ চেয়ে উপজেলায় চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে।”

সড়ক সংস্কার কাজে অন্যদের মধ্যে অংশ নেন স্থানীয় জামায়াত-শিবির কর্মী বেলাল উদ্দিন সিকার, সওদাগর, নয়ন, মোরশেদ সওদাগর, হোসেন সিকদার, মইন সিকদার, আরিফ, আবু বক্কর, জাবেদ এবং স্থানীয় বাসিন্দা হোসেল।