পটিয়ায় জামায়াতের উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ছয় শতাধিক


চট্টগ্রামের পটিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক স্বাস্থ্য ক্যাম্পে ছয় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন।

শুক্রবার সকাল থেকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের নুরজাহান কমিউনিটি হলে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. ফরিদুল আলমের উদ্যোগে এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।

ডা. ফরিদুল আলম নিজেই ক্যাম্পের উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, স্ত্রীরোগ, শিশু ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা রোগীদের পরামর্শ দেন। সেবা গ্রহণকারীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এই আয়োজন। পর্যায়ক্রমে পটিয়ার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এ ধরনের ক্যাম্প করা হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামী পটিয়া উপজেলার আমির জসীম উদ্দীন, পটিয়া পৌরসভার আমির মাস্টার সেলিম এবং কালারপোল সাংগঠনিক থানার আমির এস. এম. নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।

সেবা নিতে আসা স্থানীয়রা জানান, এই উদ্যোগের ফলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে তাদের আর দূরে যেতে হয়নি, যা তাদের জন্য বেশ উপকারী হয়েছে।