দেশে এখন ভোটার সাড়ে ১২ কোটি


বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদের পর দেশে এখন ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন।

রোববার সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, নতুন ভোটারের খসড়ায় ছিল ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নারী, পুরুষ ও হিজড়ার নাম। এতে আরও যুক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন। সব মিলিয়ে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন ভোটার বেড়েছে।

গত ১০ অগাস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ অগাস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

নির্বাচন কমিশন জানায়, হালনাগাদের পর পুরুষ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জনে; নারী ভোটার সংখ্যা ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন।