
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৪০ জন ছাত্রছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসে করে আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের অনেকেরই মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, “এখন পর্যন্ত ৪০ জনের মতো আহত শিক্ষার্থীকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে।”
আহতদের সঙ্গে থাকা চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশীদ মামুন বলেন, “অনেক শিক্ষার্থী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন। বাসে করে এখনও আহতদের আনা হচ্ছে।”
এর আগে শনিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তার বাসার দারোয়ান মারধর করলে ঘটনার সূত্রপাত হয়। এর জেরে শিক্ষার্থীদের সঙ্গে ২ নম্বর গেট এলাকার স্থানীয় বাসিন্দাদের কয়েক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে, যাতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।
সেই উত্তেজনার মধ্যেই রোববার দুপুর ১২টা থেকে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষেও আরও অর্ধশটাতেক শিক্ষার্থী আহত হন।
উদ্ভূত পরিস্থিতিতে হাটহাজারী উপজেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
